প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে,
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
2 song
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে... না তোরা দে... না.
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।
যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে...না তোরা দে...না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।
3 song
একটি বাংলাদেশ
তুমিজাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ
তুমিজাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার
4 song
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
5 Song
ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়
একবার যেতে দেনা
আমায় ছোট্ট সোনার গাঁয়
একবার যেতে দেনা
আমায় ছোট্ট সোনার গাঁয়