menu-iconlogo
huatong
huatong
rupankarujjaini--cover-image

কিছু কথা বাকি ছিল দুজনার

Rupankar/Ujjainihuatong
Shrabon's_Notebook.huatong
เนื้อเพลง
บันทึก
(M)-কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

এভাবেই বোধ হয়

ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

(F)-বুকে যন্ত্রণারা

সব দিশেহারা

বেরোনোর পথ খুঁজে পেলনা

এভাবেই বোধ হয়

ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

(M+F)-কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

(M)-তুমি দূরে দূরে সরে গেলে কবে

তাতো বুঝিনিও কোনোদিন

তুমি দূরে দূরে সরে গেলে কবে

তাতো বুঝিনিও কোনোদিন

ওই রাত কবে ঘন কালো হল

সকাল হল যে বেরংগীন

দিন খালি খালি রাতে কূটকচালি

দু'চোখে যে তাই ঘুম এলোনা

এভাবেই বোধ হয়

ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

(M+F)-কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

(F)-আজ আবার তুমি বহুদিন পরে

স্মৃতির খেয়াতে ভেসে এসে

আজ আবার তুমি বহুদিন পরে

স্মৃতির খেয়াতে ভেসে এসে

বকুল ফুলের ওই গন্ধ মেখে

গেলে আমায় ফের ভালোবেসে

ভুলে যাওয়া গেলনা আজো যখন

তবে মনের দরজা খোলনা

(M)-এভাবেই বোধ হয়

ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

(M+F)-কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

কিছু কথা বাকি

ছিল দুজনার

সে কথা যে আজো বলা হলোনা

เพิ่มเติมจาก Rupankar/Ujjaini

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ