menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Arek Jonom Ami Pai

S M Sharathuatong
pastoraustinsdhuatong
เนื้อเพลง
บันทึก
যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো...

যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো...

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবিই কইবো…

যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো...

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দায়িত্ব

গান শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথী হলেনা

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারিনা….

কেউ ডিস্ লাইক মারবেন না প্লিজ

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথী হলেনা..

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারিনা...

তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন

আমার হৃদয় পুড়ে ছাই গো…

যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো…

আরো নতুন পুরাতন গান

পেতে আমাকে ফলো করুন

আর একটিভ থাকুন

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়....

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার…

গানটি পছন্দ করেছেন সোহাগী আনিকা

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়....

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো…

যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবিই কইবো...

যদি আরেক জনম আমি পাই গো

সে জনমে তোমাকে চাই গো…

ধন্যবাদ সবাইকে

เพิ่มเติมจาก S M Sharat

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ