menu-iconlogo
huatong
huatong
sabina-yeasmin-jokhon-dure-thako-cover-image

Jokhon Dure Thako

Sabina Yeasminhuatong
courserqcghuatong
เนื้อเพลง
บันทึก
যখন দূরে থাকো, তখন তুমি কাছে

তোমার সময় নাইবা হলো, আমার সময় আছে

যখন কাছে থাকো, তখন তুমি নেই

দূরবীনে চোখ রাখবো আমি তোমাকে দেখতেই

যখন দূরে থাকো, তখন তুমি কাছে

তোমার সময় নাইবা হলো, আমার সময় আছে

যখন কাছে থাকো, তখন তুমি নেই

দূরবীনে চোখ রাখবো আমি তোমাকে দেখতেই

যখন তুমি যাও, তখন আমি আসি

চোখের কোণে জলের ফোটা ভাসায় তোমার হাসি

যখন তুমি যাও, তখন আমি আসি

চোখের কোণে জলের ফোটা ভাসায় তোমার হাসি

যখন তুমি আসো, তখন আমি ভাবি

এইতো আবার হচ্ছে শুরু দূরে যাবার দাবি

যখন তুমি আসো, তখন আমি ভাবি

এইতো আবার হচ্ছে শুরু দূরে যাবার দাবি

যখন তুমি ছিলে, তখন আমার মনে

তোমার আমার দুরত্বটাই জন্মালো নির্জনে

যখন তুমি ছিলে, তখন আমার মনে

তোমার আমার দুরত্বটাই জন্মালো নির্জনে

এখন তুমি নেই, এইতো আমি আছি

এখন তোমার স্পন্দন পাই আমার কাছাকাছি

এখন তুমি নেই, এইতো আমি আছি

এখন তোমার স্পন্দন পাই আমার কাছাকাছি

เพิ่มเติมจาก Sabina Yeasmin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ