menu-iconlogo
huatong
huatong
avatar

কতো অনুশোচনা করেছি আমি

sahariar islamhuatong
mmcarzolahuatong
เนื้อเพลง
บันทึก
কারাওকে মিউজিক

*চয়েজ বাই*

শাহারিয়ার ইসলাম

{আ-প-লো-ড}বাই

শাহারিয়ার ইসলাম

*সুরের পাখি গ্রুপ*

কতো-অনুশোচনা করেছি আমি

তোমার অভিমান ভাঙ্গেনি

হারানো শোকে আমি মৃত্যুর শয্যায়

একবারও দেখতেও আসোনি

কতো-অনুশোচনা করেছি আমি

তোমার অভিমান ভাঙ্গেনি

হারানো শোকে আমি মৃত্যুর শয্যায়

একবারও দেখতেও আসোনি

*MUSIC*

*চয়েজ বাই*

শাহারিয়ার ইসলাম

{আ-প-লো-ড}বাই

শাহারিয়ার ইসলাম

*সুরের পাখি গ্রুপ*

পাপেরো ক্ষমা মেলে বিধাতার কাছে

ভুলের ক্ষমা টুকু করোনি আমায়

যেটুকু আঘাত আমি করেছি তোমায়

জ্বলেছি তারও বেশি বিরহ জ্বালায়

*MUSIC*

পাপেরো ক্ষমা মেলে বিধাতার কাছে

ভুলের ক্ষমা টুকু করোনি আমায়

যেটুকু আঘাত আমি করেছি তোমায়

জ্বলেছি তারও বেশি বিরহ জ্বালায়

হয়তো তোমার কাছে হয়েছি অতীত

স্মৃতিটুকু মনে রাখোনি...

কতো-অনুশোচনা করেছি আমি

*চয়েজ বাই*

শাহারিয়ার ইসলাম

{আ-প-লো-ড}বাই

শাহারিয়ার ইসলাম

*সুরের পাখি গ্রুপ*

কতোটা দুঃখী আমি বোঝোনি তুমি

নিজের চাওয়া পাওয়া মিলিয়ে গেলে

আমি যে মরণ পথে চলেছি একা

পারিনা তবু যেতে তোমাকে ভুলে

কতোটা দুঃখী আমি বোঝোনি তুমি

নিজের চাওয়া পাওয়া মিলিয়ে গেলে

আমি যে মরণ পথে চলেছি একা

পারিনা তবু যেতে তোমাকে ভুলে

নিঃস্ব জীবনটাকে চলেছি বয়ে

ভুলেও পিছু ডাকোনি

কতো-অনুশোচনা করেছি আমি

তোমার অভিমান ভাঙ্গেনি

হারানো শোকে আমি মৃত্যুশয্যায়

একবারও দেখতেও আসোনি

কতো-অনুশোচনা করেছি আমি

*সমাপ্ত*

เพิ่มเติมจาก sahariar islam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ