menu-iconlogo
huatong
huatong
avatar

Ami jayga kinbo kinbo kore/ আমি জায়গা কিনবো কিনবো করে

Samina Chowdhuryhuatong
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻huatong
เนื้อเพลง
บันทึก
আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

আর ঐ বাড়ীতে ঢোকার পরে,

সবার সঙ্গে হয়ে গেল আড়ি ..

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

দরজা নাই জানালা নাই

নাই-রে আলো বাতাস..

মাটির তলে মাটির বাড়ি

নাম্বার একশ-সাতাশ

দরজা নাই জানালা নাই

নাই-রে আলো বাতাস .

মাটির তলে মাটির বাড়ি

নাম্বার একশ-সাতাশ

শোন,বাড়ির পাশে রাস্তা চিকন

আসিস না কেউ চড়ে রিকসা গাড়ি ...

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,,

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

আর ঐ বাড়ীতে ঢোকার পরে,

সবার সঙ্গে হয়ে গেল আড়ি ....

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

নিমন্ত্রণও করবো তোদের

কেমনে সখা-সই রে..

এত ছোট্ট বাড়ি আমার

জায়গা দেবো কইরে..

নিমন্ত্রণও করবো তোদের

কেমনে সখা সই রে..

এত ছোট্ট বাড়ি আমার

জায়গা দেব কইরে..

এই,মাটির বাড়ি হবে-অঙ্গ

হবে সাদা পিন্দনেরই শাড়ী...

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

আর ঐ বাড়ীতে ঢোকার পরে,

সবার সঙ্গে হয়ে গেল আড়ি ..

আমি জায়গা কিনবো কিনবো করে

পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী,

เพิ่มเติมจาก Samina Chowdhury

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ