menu-iconlogo
huatong
huatong
avatar

Kobita porar prohor esheche

Samina Chowdhuryhuatong
เนื้อเพลง
บันทึก
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

সেই কথা ভেবে পিছু চাওয়া মন

স্মৃতির নকশা বুনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

চারিদিকে এই চোখ দুটি মেলে

পলাতক আমি কোথা চলে যাই

আঁধারের হৃদয় শুনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

জোনাকীর আলো নেভে আর জ্বলে

শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

เพิ่มเติมจาก Samina Chowdhury

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ