menu-iconlogo
huatong
huatong
avatar

Natin Boroi Kha

Sandipanhuatong
scoobiesnax03huatong
เนื้อเพลง
บันทึก
নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা বরই খা বরই খা..

কেউ খয় যে আছে নাতিন

কেউ খয় যে নাই

চোখ ফাকাইয়া ছাই রইছে

লাল বরই লইবার লাই

কেউ খয় যে আছে নাতিন

কেউ খয় যে নাই

চোখ ফাকাইয়া ছাই রইছে

লাল বরই লইবার লাই

ছোট নাতিন থিয়াই রইছে

গাছত্ তলাত যাই

ছোট নাতিন থিয়াই রইছে

গাছত্ তলাত যাই

বড় নাতিন গাছত্ উঠ্ছে

ফরমরি বার লাই

নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা.বরই খা–বরই খা..

নানিয়ে খয় গাছত্ উডি বরই নো ফারিছ্

গাছর্ মধ্যে খুডা লাগাই বরইগুন জারিস

নানিয়ে খয় গাছত্ উডি বরই নো ফারিছ্

গাছর্ মধ্যে খুডা লাগাই বরইগুন ঝারিস

ফারার ফুয়া বেগ্গুন আইছে,বরই খাইবার লাই

ফারার ফুয়া বেগ্গুন আইছে,বরই খাইবার লাই

কেছা ফগ্না বেগ্গুন ফাচ্ছে গাছত্ বরই নাই

নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা বরই খা,বরই খা.

গাছত্তন ফরি নাতিন হাত পা ভাঙিলি

নানির খথা নো মানি তুই বিপদ ডাকিলি

গাছত্তন ফরি নাতিন হাত পা ভাঙিলি

নানির খথা নো মানি তুই বিপদ ডাকিলি

খথ গরি খইলাম নাতিন নো হুনিলি খথা

খথ গরি খইলাম নাতিন নো হুনিলি খথা

বরই গাছর উত্তন ফরি ফাডাইলি তোর মাথা

নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা বরই খা

হাতে লইয়া নুন

টেল ভাঙিয়া ফজ্জে নাতিন

বরই গাছ ত্তুন

নাতিন বরই খা বরই খা,বরই খা..

เพิ่มเติมจาก Sandipan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ