menu-iconlogo
huatong
huatong
santam--cover-image

এসে দেখো হৃদয়ের এপারে

Santamhuatong
SANTAM✨huatong
เนื้อเพลง
บันทึก
এসে দেখো হৃদয়ের এপারে (SANTAM)

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

যতনে সাজিয়ে, রেখেছি তোমায়

আমার এ ঘরে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

MUSIC

MUSIC

না বলা যত কথা

না বলা যত কথা

আগুনের মতো ঘিরেছে আমায়

সীমাহীন স্তব্ধতায়

দুচোখের জল ছুঁয়েছে অতল

শ্রাবনের হাহাকারে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

MUSIC

MUSIC

এপারের সাথে ওপারের সেতু

আমি তো বেঁধেছি তবে

এপারের সাথে ওপারের সেতু

আমি তো বেঁধেছি তবে

কাছে থেকে আরো কাছে যেতে বলো

কত পথ যেতে হবে

MUSIC

এই শেষ কথা বলে

এই শেষ কথা বলে

চৈত্রের চেনা হাওয়াটার মতো

আমিও যাবো চলে

ভালোবেসে আশ মেটেনি আকাশ

রেখেছি বুকের পরে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

এসো এসো, এসে দেখো

হৃদয়ের এপারে

- Thank You (SANTAM) -

เพิ่มเติมจาก Santam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ