menu-iconlogo
logo

UDASHI SHON

logo
avatar
SANTUlogo
SANTU(আদৃত)❤️149321logo
ร้องในแอป
เนื้อเพลง
WELCOME

ROOM ID 149321

কি করে বলি বল

কোন ব্যথায় মন পাথর,

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

তারারা কাঁদে ভরা বিষাদে

ফিরে তাকানো বারণ,

কেন জানি না, হাত ছাড়ি না

তোকে বাঁধছি অকারণ।

ওরে ও উদাসী শোন

খুঁজে নে ফেরারি কোন,

তোকে দুঃখ দিতে চায়না আমার মন।

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

যদি কথা দি, দেব সবকিছুই

যা কিছু তোকে দেওয়া যায়,

সারারাত ধরে, মায়া বন্দরে

তোকে রাখবো আজ পাহারায়।

দিশেহারা দিন, স্বপ্নে রঙীন

খুঁজে আবদারের মানে,

মায়াবী প্রহর, আর এই শহর

একাকী অভিমানে।

ওরে ও উদাসী শোন

খুঁজে নে ফেরারি কোন,

তোকে দুঃখ দিতে চায়না আমার মন।

কি করে মুছি বল,

চোখের জল আজকে তোর।

THANK YOU

UDASHI SHON โดย SANTU – เนื้อเพลง & คัฟเวอร์