menu-iconlogo
huatong
huatong
avatar

আমি এক এমন পাখি

Sathi Khanhuatong
Nayon_golderhuatong
เนื้อเพลง
บันทึก
আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি……..

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি……..

তুমিতো আমায় ছেড়ে

চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি

ভাসাইয়া আমার সুরে

তুমিতো আমায় ছেড়ে

চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি

ভাসাইয়া আমার সুরে

কতটা যন্ত্রনা ময়

প্রতিরাত জেগে থাকি

তোমার সৃতি অন্তরতে

ভাজে বাজে সাজিয়ে রাখি

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে

বেচে থাকা কি যাতনা

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে

বেচে থাকা কি যাতনা

আমারে পড়লে মনে

তুমিও তো তাই গোপনে

সুখে থেকো প্রানের প্রিয়

আমার ভালোবাসা নিও

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

আমি এক এমন পাখি

বুকে তে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি

যেন আমি সুখ নিবাসি

เพิ่มเติมจาก Sathi Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ