menu-iconlogo
huatong
huatong
avatar

[SB] এক যে ছিল দুয়োরানী

SB TUNEShuatong
❤__NIL__❤huatong
เนื้อเพลง
บันทึก
🎼🎼TUNES FAMILY🎼🎼

MUSIC... SUNIL BISWAS

🎶🎶SUCHANDA LYRICS TYPE🎶🎶

আ আ.........হুম.....

এক যে ছিল দুয়োরানী থাকতো কুঁড়েঘরে

দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ বৃষ্টি ঝড়ে

🎼🎼TUNES FAMILY🎼🎼

সেই যে গেলেন রাজামশাই একলা তাকে রেখে

এলেন না আর দুয়োরানী দুখিনি সেই থেকে

🎶🎶SUCHANDA LYRICS TYPE🎶🎶

শূন্য ঘরে কতো কাদাঁয় মনে যে আজ পরে স্মৃতি যতো

হোক বেদনা মনকে মধুর করে

এক যে ছিল দুয়োরানী থাকতো কুঁড়েঘরে

দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ বৃষ্টি ঝড়ে

🎶🎶SUCHANDA LYRICS TYPE🎶🎶

সোনামনি ছাড়া মায়ের কি আর বলো আছে

সন্তানের ই মুখ চেয়ে যে শান্তি তে মা বাঁচে

কচি মুখের হাসির আলোয় মায়ের বুকটা ভরে

যাদু কি মা বুকে যে তার জড়িয়ে শুধু ধরে

এক যে ছিল দুয়োরানী থাকতো কুঁড়েঘরে

দিন কাটাতো ঘুঁটে বেচে রোদ বৃষ্টি ঝড়ে

আআআ ওওওওও আআআ

ওওওও আআআআআ

ওওও....

🎶🎶SUCHANDA LYRICS TYPE🌹🌹

เพิ่มเติมจาก SB TUNES

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ