menu-iconlogo
huatong
huatong
avatar

যদি আরেক জনম আমি পাইগো

Shahariar_islamhuatong
Shahriar_Islam,huatong
เนื้อเพลง
บันทึก
গানঃ- যদি আরেক জনম আমি

কণ্ঠ শিল্পিঃ- এস এম শরৎ

আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম

=====মিউজিক=====

ছেলেঃ- যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

মেয়েঃ- যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

=====মিউজিক=====

আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম

চয়েজ বাইঃ-শাহরিয়ার ইসলাম

=====মিউজিক=====

ছেলেঃ- কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

================

মেয়েঃ- কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

ছেলেঃ- তুমি তো খুজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

=====মিউজিক=====

আপলোড বাইঃ-শাহরিয়ার ইসলাম

চয়েজ বাইঃ-শাহরিয়ার ইসলাম

=====মিউজিক=====

মেয়েঃ- তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

==================

ছেলেঃ- তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

মেয়েঃ- তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

ছেলেঃ-যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

ধন্যবাদ

เพิ่มเติมจาก Shahariar_islam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ