menu-iconlogo
huatong
huatong
avatar

Etodin Kothay Chile

shahid/Sharalipihuatong
ranette_stevensonhuatong
เนื้อเพลง
บันทึก
মন যে তোমায় কাছে পেতে ধরলো বায়না

তোমাকে ছাড়া আমার এ মন আর তো কিছুই চায় না

মন যে তোমায় কাছে পেতে ধরলো বায়না

তোমাকে ছাড়া আমার এ মন আর তো কিছুই চায় না

ভালোবাসার অনুরাগে কী ছোঁয়া দিলে?

বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

ও, বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

এ হৃদয় তোলপাড়, বুকে ছিল হাহাকার

যখনই তুমি ছিলে না

রেখেছো তুমি আমায় কত যে প্রতীক্ষায়

আরো আগে কেন এলে না?

এ হৃদয় তোলপাড়, বুকে ছিল হাহাকার

যখনই তুমি ছিলে না

রেখেছো তুমি আমায় কত যে প্রতীক্ষায়

আরো আগে কেন এলে না?

ভালোবাসার অনুরাগে কী ছোঁয়া দিলে?

বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

যাবে না কখনো দূরে আমাকে একা করে

শুধু একবার বলো না

সীমাহীন ভালোবাসায় একসাথে বাঁচার আশায়

দু′জনে হারাই চলো না

যাবে না কখনো দূরে আমাকে একা করে

শুধু একবার বলো না

সীমাহীন ভালোবাসায় একসাথে বাঁচার আশায়

দু'জনে হারাই চলো না

ভালোবাসার অনুরাগে কী ছোঁয়া দিলে?

বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

ও, বলো না, বলো না, এতদিন কোথায় ছিলে?

เพิ่มเติมจาก shahid/Sharalipi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Etodin Kothay Chile โดย shahid/Sharalipi – เนื้อเพลง & คัฟเวอร์