menu-iconlogo
huatong
huatong
avatar

ছুইওনা ছুইওনা বন্ধু গো Chuiyona Chuiyona bondhu go

Shakib khanhuatong
persistant11huatong
เนื้อเพลง
บันทึก
F-ছুঁইয়োনা ছুঁইয়োনা গো বন্ধু গো

ও.ও বন্ধু ছুঁইয়োনা মোর গায়

কানচা মনে আমার,আগুন লাইগা যায়

হায়রে কানচা মনে আমার

আগুন লাইগা যায়

? Rony_Mollik_GBM?

M-বয়স তোমার ষোল আনা গো

ও.ও সখি বলি যে তোমায়

এই বয়সে একা,থাকা বড় দায়

হায়রে এই বয়সে একা,থাকা বড় দায়

F-এমন কথা,কইলে বন্ধু গো

ও.ও বন্ধু লাজে মরি হায়

মন মজিলে তখন,হবে কি উপায়

হায়রে মন মজিলে তখন,হবে কি উপায়

M-মনে মনে,মন মজিলে গো

ও.ও সখি আছে তার উপায়

প্রেম যমুনায় সাতার,দেব দুজনায়

হায়রে প্রেম যমুনায় সাতার,দেব দুজনায়

F-যমুনার জল,ঘোলা কইরা ক

ও.ও বন্ধু ফালাইয়া কাদায়

আমায় ছাইরা তুমি,যাইবা যে হেথায়

হায়রে আমায় ছাইরা তুমি,যাইবা যে হেথায়

M-মাথার কিরা,দিয়া সখি গো

ও.ও সখি বলি যে তোমায়

ছাইড়া গেলে আমার,মরণ যেন হয়

হায়রে ছাইড়া গেলে আমার,মরণ যেন হয়

เพิ่มเติมจาก Shakib khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

ছুইওনা ছুইওনা বন্ধু গো Chuiyona Chuiyona bondhu go โดย Shakib khan – เนื้อเพลง & คัฟเวอร์