menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Hobe Na

Shawon Gaanwalahuatong
mmsam12345huatong
เนื้อเพลง
บันทึก
তুমি বন্ধু হবে না

তবে শত্রু হয়ে রও

তুমি বৃষ্টি হবে না

তবে রোদ হয়ে পোড়াও

তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ

তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন

তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ

তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন

ভাবনায় তুমি ঘিরে

নীল ছুঁয়ে রোদ হয়ে

ভাবছো কি কখনো

দেখো তুমি ফিরে

একটু শত্রু হও, ফিরে চাও, মেঘলা মন

তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন

তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ

তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন

তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ

তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন

তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ

তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন

เพิ่มเติมจาก Shawon Gaanwala

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ