menu-iconlogo
huatong
huatong
shitom-ahmed-chorabali-cover-image

Chorabali

Shitom Ahmedhuatong
🌧️_MeGh95_🌧️huatong
เนื้อเพลง
บันทึก
চোরাবালি মন তোমার

কেন শুধু লুকিয়ে থাকো

চোরাবালি মন তোমার...

কেন শুধু লুকিয়ে থাকো,

একটু আড়াল হয়ে, আমায়.. দেখো

যদি কোনও চিত্র আঁকি

পৃথিবীর সবচেয়ে দামী ..

.. সে চিত্রতে তুমি,

কেন লাগে শূন্য শূন্য বলো,

তোমায় ছাড়া এত...

.. তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো...

.. তোমায় ছাড়া এত,

তুমি ও কি,

কাজের ফাঁকে ..

মনে করো... আমার নাম !

আমার মতো,

করে তোমায় ...

তবু মনের,

কিছু আশা..

এমন করে,

ভালোবাসা..

তোমার স্মৃতি..

... আমার কাছে,

খুব আদুরে ...

..ভালো আছে,

তবু মনে..

..কিছু আশা

এমন করে...

...ভালোবাসা

কেন লাগে শূন্য শূন্য বলো,

তোমায় ছাড়া এত...

.. তুমি কি তা বলতে পারো?

কেন লাগে শূন্য শূন্য বলো...

.. তোমায় ছাড়া এত,

তুমি কি তা বলতে পারো?

เพิ่มเติมจาก Shitom Ahmed

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ