menu-iconlogo
huatong
huatong
shreya-ghoshal-baloto-arshi-tumi-mukhti-dekhe-cover-image

Baloto Arshi Tumi Mukhti Dekhe

Shreya Ghoshalhuatong
purpleannehuatong
เนื้อเพลง
บันทึก
বলো তো আরশি তুমি মুখটি দেখে,

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে।

আমি নই বিম্ববতী রাজার ঘরে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,*2

কেতকী লজ্জা না পায় আমায় দেখে*2

তবু বলো বলো কে

রূপসী তোমার চোখে ?

বলোতো আরশি তুমি মুখটি দেখে।

দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে

ভুবনে রূপসী কে সবার চেয়ে ?

দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে

আমি নই কলস হারা নদীর মতো

চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,*2

কোকিলা মরেনা তো আমায় ডেকে*2

তবু বলো বলো কে

রূপসী তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বলো তো রূপসী তোমার চোখে ?

เพิ่มเติมจาก Shreya Ghoshal

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ