menu-iconlogo
huatong
huatong
shunno-rajahin-rajjo-cover-image

Rajahin Rajjo

Shunnohuatong
otisjames91huatong
เนื้อเพลง
บันทึก
চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

যদি চাও রাঙিয়ে দাও

এই স্বচ্ছ জল

গড় বর্ণহীন রংধনু

চাইলে তুমি বুনতে পারো

স্বপ্নের রঙিন জাল

যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি দিনকে বলতে পারো

চাঁদের কারাগার

ঝরাতে পারো অশ্রু

উত্তপ্ত সূর্য হতে

যদি চাও তুমি গুনতে পারো

অগনিত তারা

মুছে দিতে পারো

তুমি রাতের অন্ধকার

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

চাইলে তুমি হারিয়ে যাও

রাজাহীন কোনো রাজ্যে

জনশূন্য কোনো প্রাচ্যে

เพิ่มเติมจาก Shunno

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ