শঙ্খ বালুকাবেলা, অন্ধ প্রেমেদের মেলা;
সবকিছু যেনো অধরা,
দুচোখে খুঁজেছি, অতঃপর বুঝেছি হয়ে গেছে অবেলা।
ফুরিয়েছে সব নোনাজল, দুঃখ এতটা অটল;
আশা দলছুট হয়ে,
ভয়ে ব্যস্ততার ভিড়ে এসব হতে পারে কি।
কত চেনা মুখ নতুন করে চেনা হয়,
সম্পর্কগুলো বদলে দেয় সময়।।
অল্প রোদের ভেতরে, ডানা মেলা গাংচিল হয়ে;
স্বপ্নদের আজ ছুটি,
স্বপ্নহীন হয়ে আমি আঁধারে একাকি।
ভাবিনি এমনটা হবে, কখনো গল্প ফুরোবে;
বলোনা আমি লড়িনি,
চেষ্টা আমি করিনি, অবুঝ অপরিণত আমি।
কত চেনা মুখ নতুন করে চেনা হয়,
সম্পর্কগুলো বদলে দেয় সময় ।।