menu-iconlogo
huatong
huatong
avatar

Shakhawat - Ei kache Ei dure - এই কাছে এই দূরে

Shuvomitahuatong
🍁SAKHAWAT_hn🀄️🅸🅲🅾🅽🀄️huatong
เนื้อเพลง
บันทึก

Cover: Shuvomita

***********************

এই কাছে এই দূরে

সুর ভুলে অন্য সুরে,

এই কাছে এই দূরে

সুর ভুলে অন্য সুরে,

বিষন্নতার আড়ালে লুকানো

সুখের হদিস এ মন জুড়ে।

এই কাছে এই দূরে

সুর ভুলে অন্য সুরে।।

***********************

Powered by: ICON

***********************

রাত্রি জানে এই শহরের

কোথায় আলো আর কোথায় আঁধার,

তেমনি এ মন করে আয়োজন

কিছু হাসি কিছুটা কাঁদার।

রাত্রি জানে এই শহরের

কোথায় আলো আর কোথায় আঁধার,

তেমনি এ মন করে আয়োজন

কিছু হাসি কিছুটা কাঁদার।

সারাজীবন জ্বালায় সময়

সুখের প্রদীপ দুঃখের ঘরে,

সারাজীবন জ্বালায় সময়

সুখের প্রদীপ দুঃখের ঘরে..

এই কাছে এই দূরে

সুর ভুলে অন্য সুরে।।

***********************

Powered by: ICON

***********************

এ মন জুড়ে কথাদের ভিড়ে

কোথায় কোনো গল্প থাকে,

যেমন পথ হারানো নদী

সাগর স্বপন জমায় বাঁকে।

এ মন জুড়ে কথাদের ভিড়ে

কোথায় কোনো গল্প থাকে,

যেমন পথ হারানো নদী

সাগর স্বপন জমায় বাঁকে।

প্রেমের কাছে নতজানু হৃদয়

জীবন জোড়া ঘৃণার পরে,

প্রেমের কাছে নতজানু হৃদয়

জীবন জোড়া ঘৃণার পরে..

এই কাছে এই দূরে

সুর ভুলে অন্য সুরে,

বিষন্নতার আড়ালে লুকানো

সুখের হদিস এ মন জুড়ে,

এই কাছে......

এই দূরে......

সুর ভুলে... অন্য সুরে।।

>>>> Stay Safe ? <<<<

เพิ่มเติมจาก Shuvomita

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Shakhawat - Ei kache Ei dure - এই কাছে এই দূরে โดย Shuvomita – เนื้อเพลง & คัฟเวอร์