এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যতোই বৃষ্টি হোক
এ পোড়া চোখে
যতোই বৃষ্টি হোক
এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুজবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
সূর্যটা যত দিন
আলো দিয়ে যাবে
ভালোবাসা হয়ে তুমি এ ভুকে রবে
হো সূর্যটা যত দিন
আলো দিয়ে যাবে
ভালোবাসা হয়ে তুমি এ ভুকে রবে
হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
HERO
ভুল বুঝে দূরে সরে
তুমি গেছো ছলে
জানলেনা কিযে ব্যাথা
হৃদয়ে দিলে
হো ভুল বুঝে দূরে সরে
তুমি গেছো ছলে
জানলেনা কিযে ব্যাথা
হৃদয়ে দিলে
ভেঙে যাবে সব ভুল
যানি একদিন
খুজবে সেদিন তুমি খুজবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যতোই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যতোই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুজবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে