menu-iconlogo
huatong
huatong
shyamal-mitra-ki-name-deke-cover-image

কি নামে ডেকে Ki Name Deke

Shyamal Mitrahuatong
coninaremohuatong
เนื้อเพลง
บันทึก
কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

আপলোডার:কাকলী মণ্ডল

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

কি করি ভেবে যে মরি বলবে কি লোকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

পালাতে পারিনি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

পালাতে পারিনি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানিনা তোমার মনেও কি এত প্রেম আছে

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানিনা তোমার মনেও কি এত প্রেম আছে

সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

เพิ่มเติมจาก Shyamal Mitra

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ