menu-iconlogo
huatong
huatong
si-tutul-jay-din-jay-ekaki-cover-image

যায় দিন যায় একাকী Jay Din Jay Ekaki

S.I Tutulhuatong
missjeanie29huatong
เนื้อเพลง
บันทึก
ও হো..ও হো ও ও

ওহো ও .. ....

ওহো হো ও ও ও

ও ও ও ও ও

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

আজ বিরহের আখর দিয়ে মন লিখেছে কবিতা

সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওওও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

হো তারই আশায় প্রহর গুনে

দিন এমনি ফুরাবে

ও..না পাওয়ার এই মন আকাশে স্বপ্ন একে যাবে

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

เพิ่มเติมจาก S.I Tutul

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ