menu-iconlogo
huatong
huatong
avatar

[HD]রুপের মাইয়া একবার চাইয়া

sms arifhuatong
sriazatiushuatong
เนื้อเพลง
บันทึก

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলে

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলে

রূপ নয়নে লাগিলো

অন্ধকারে করে আলো

মায়ার জালে বন্দি করিলে

রূপ নয়নে লাগিলো

অন্ধকারে করে আলো

মায়ার জালে বন্দি করিলে

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলে

রুপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পরাণ কারিলে

কন্ঠে তোমার এতই মধু

আমারে করিলো যাদু

একই প্রেমের গান আমায় শোনালে

কন্ঠে তোমার এতই মধু

আমারে করিলো যাদু

একই প্রেমের গান আমায় শোনালে

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পরাণ কারিলে

রুপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পরাণ কারিলে

মনে আমার ছিল আশা

যদি পাইতাম ভালবাসা

প্রেম পিপাসা মিটবে মিটাইলে

মনে আমার ছিল আশা

যদি পাইতাম ভালবাসা

প্রেম পিপাসা মিটবে মিটাইলে

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলে

রূপের মাইয়া একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলে.

----------------------------

======thanks=====

เพิ่มเติมจาก sms arif

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ