menu-iconlogo
huatong
huatong
avatar

u200bতুই ভালো না মেয়ে

sms arifhuatong
┏━━⋆💌ˢᵐˢ💌❴ᎪᎡᏆƑ❵⋆━━࿇1huatong
เนื้อเพลง
บันทึก

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালো না মেয়ে তুই ভালো না

ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে তোর ছলনা ।

চারদিকে তোর শূণ্য দশা

আমি পাশে ছিলাম ।

নিজের মুখে বলেছিলি

নতুন জীবন পেলাম ।

আমার আকাশ রঙিন যখন

ব্যথারও নীলে

পাখি রে তুই গেলি ছেড়ে

অসহায় ফেলে

তুই ভালো না মেয়ে, তুই ভালো না

জীবন আমার রসাতলে তোর ছলনা

তুই ভালো না মেয়ে তুই ভালো না

কেমন করে ঘুম আসে তোর দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি

কোন সে সুখের নীড়

আমার দিকে ছুঁড়ে মারলি

অভিযোগের তীর ।

বারেবারে বলেছিলি

সব অনুভব আমি

মিথ্যে অনুভবের শিকার

কাঁদতে হবে জানি ।

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে খবর নিলি না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে

তোর সুখের বলী হলাম আমি অবশেষে

ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম

মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন আমার রসাতলে খবর নিলি না

তুই ভালো না মেয়ে তুই ভালো না

জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

เพิ่มเติมจาก sms arif

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ