menu-iconlogo
huatong
huatong
avatar

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

Subir Nandihuatong
rgem_2002huatong
เนื้อเพลง
บันทึก
হুম...হুম হুম হুম

আয়নাতে ঐ মুখ

দেখবে যখন

কপোলের কালো তিল

পড়বে চোখে

ফুটবে যখন ফুল

বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল

জানবে লোকে।

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম...

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম...

মনটি তোমার কেন

দুরু দুরু কাঁপছে

মনের মানুষ কি গো

চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে

আয়নাতে ঐ মুখ

দেখবে যখন

কপোলের কালো তিল

পড়বে চোখে

ফুটবে যখন ফুল

বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল

জানবে লোকে

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম...

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম...

জানিনা এখন তুমি

কার কথা ভাবছো

আনমনে কার ছবি

চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল জানবে লোকে

আবার দেখা হবে নতুন কোন গানে

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন

আল্লাহ হাফেজ

เพิ่มเติมจาก Subir Nandi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

আয়নাতে ঐ মুখ দেখবে যখন โดย Subir Nandi – เนื้อเพลง & คัฟเวอร์