menu-iconlogo
huatong
huatong
avatar

পাখিরে তুই দূরে থাকলে pakhire Tui

Subir Nandihuatong
เนื้อเพลง
บันทึก
পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভালো লাগে না

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভালো লাগে না

পাখি রে তুই...

পাখি রে তুই কাছে থাকলে

গানের সুরে পরান দোলে

হৃদয় নাচে সুরের তালে

পাখি রে তুই কাছে থাকলে

গানের সুরে পরান দোলে

হৃদয় নাচে সুরের তালে

মনে মনে,তোমায় ডাকি

সারা বেলা তা কি জানো না

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার,ভালো লাগে না

পাখি রে তুই...

যদি কোন দিন আমার পাখি

আমায় ফেলে..উড়ে চলে যায়

একা একা রব নিরালায়

যদি কোন দিন আমার পাখি

আমায় ফেলে..উড়ে চলে যায়

একা একা রব নিরালায়

পাখি রে তুই , কবে আমার

আপন হবি কিছুই জানি না

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভালো লাগে না

পাখি রে তুই দূরে থাকলে

কিছুই আমার ভালো লাগে না

পাখিরে তুই .....

เพิ่มเติมจาก Subir Nandi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

পাখিরে তুই দূরে থাকলে pakhire Tui โดย Subir Nandi – เนื้อเพลง & คัฟเวอร์