লিরিক্সঃ তুমি বন্ধু কৃষ্ণ হলে..
শিল্পীঃ সুমি মির্জা
গানের নামঃ কৃষ্ণের রাধা
=================
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
বাংলা সঙ্গীত একাডেমি
Wait.............
বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও
বাঁশির সুরে পাগলিনি আমারে বানাও
বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও
বাঁশির সুরে পাগলিনি আমারে বানাও
তোমার ডাকের সাড়া দিতে পদে পদে বাঁধা
=================
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
বাংলা সঙ্গীত একাডেমি
Wait.............
যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া
তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া
যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া
তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া
জগত বাসি জানে সবাই আমি তোমার রাঁধা
=================
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবে রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা
=======ধন্যবাদ======