কাঙালিনির বন্ধু তুমি
sumon
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
সময় জানো না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
সময় জানো না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
তুমি আইসো নিরলে
নিরলে....
গাঁথিয়া রাইখাছি রে মালা
বকুলঃ ফুলে রে বন্ধু
পরাবো বলে....
তুমি আইসো নিরলে
নিরলে....
গাঁথিয়া রাইখাছি রে মালা
বকুলঃ ফুলে রে বন্ধু
পরাবো বলে....
নিশীতে আইসো গো বন্ধু
নিশীতে আইসো গো বন্ধু
কেউ যে জানে না....
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
যখন শুইয়া থাকি
শুইয়া থাকি....
শয়নে স্বপনেরে বন্ধু
তোমারে দেখি রে বন্ধু
আসলে ফাঁকি....
যখন শুইয়া থাকি
শুইয়া থাকি....
শয়নে স্বপনেরে বন্ধু
তোমারে দেখি রে বন্ধু
আসলে ফাঁকি....
জাগিয়া তোমায় গো পাইনা
পরানে তুমি আসোনা
কেনো আসোনা.....
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
কাঙালিনির বন্ধু তুমি
অভাগিনীর বন্ধু তুমি
সময় জানো না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না
অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না