menu-iconlogo
huatong
huatong
avatar

Akasher nile

Sumonhuatong
💠Sumon࿐🇧🇩🄻✪🅂☚huatong
เนื้อเพลง
บันทึก
আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

মুখের মিছিলে

ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া।

বলো আর কি হলে বেশ হয়

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া।।

বলোনা কোথায় চাও যেতে?

চলো আজ যাই একসাথে,

হলো না কি ঠিক ঠিকানা

দিলো দেখা নীল নিশানা।

সঙ্গেতে রাখো, বুক জুড়ে থাকো

চুপসাগর প্রেমনগরের মায়ায়,

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

ও.. আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া।।

হয়েছি কি স্বপ্নেরা নীল

হয়েছো কি লজ্জাতে লাল,

মেলামেশা রোদের ভেলায়

সাতরঙা এ কোন সকাল।

ইচ্ছেরা যত, ঘুম কেড়ে নিত

আজকে তার, না পাওয়ার এ সময়,

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হত?

ও আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

হো.. মুখের মিছিলে

ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া।

বলো আর কি হলে বেশ হয়

ঠিক মনের মতো,

হো হো.. এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো?

ও.. আকাশের নীলে

মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া,

আকাশের নীলে।।

เพิ่มเติมจาก Sumon

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Akasher nile โดย Sumon – เนื้อเพลง & คัฟเวอร์