menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের মর্ম বুঝেনা যে মন দিওনা তারে

Sumon_Singerhuatong
cat8birdhuatong
เนื้อเพลง
บันทึก
প্রেমের মর্ম বুঝেনা যে

মন দিওনা তারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে

প্রেমের মর্ম বুঝেনা যে

মন দিওনা তারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে..

জলের সাথে মাছের পিরিত

মাছের সাথে জল.

মন না জেনে করলে পিরিত

সবি হয় বিফল..

জলের সাথে মাছের পিরিত

মাছের সাথে জল.

মন না জেনে করলে পিরিত

সবি হয় বিফল

সাদা মনে পড়লে কালি

মুছিতে কে পারে

হায়রে সাদা মনে পড়লে কালি

মুছিতে কে পারে

প্রেমের মর্ম বুঝেনা যে

মন দিওনা তারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে..

লতার সাথে গাছের পিরিত

গাছের সাথে লতা.

মধুর প্রেমে জড়িয়ে ধরে

কয় যে মনের কথা..

লতার সাথে গাছের পিরিত

গাছের সাথে লতা

মধুর প্রেমে জড়িয়ে ধরে

কয় যে মনের কথা

ভেঙ্গে গেলে সেই না পিরিত

মরার আগেই মারে

হায়রে ভেঙ্গে গেলে সেই না পিরিত

মরার আগেই মারে

প্রেমের মর্ম বুঝেনা যে

মন দিওনা তারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে

প্রেমের মর্ম বুঝেনা যে

মন দিওনা তারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে..

যার তার সাথে করলে পিরিত

কান্দায় বারে বারে।

เพิ่มเติมจาก Sumon_Singer

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ