menu-iconlogo
huatong
huatong
avatar

shedin Chilo ki Godhuli logon

Susmitahuatong
✨📀⃝💫SUSMITA💫⃝📀✨huatong
เนื้อเพลง
บันทึก
সেদিন ছিল কি গোধূলি-লগন শুভদৃষ্টির ক্ষণ,

চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন?

সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে,

ডেকে উঠেছিল কুহু-কেকা একসাথে?

অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন?

হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে,

যদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধরে?

(প্রিয়) যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে,

আকাশে কি বাঁকা চাদ উঠেছিল হেসে?

শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ?

เพิ่มเติมจาก Susmita

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ