menu-iconlogo
huatong
huatong
avatar

Koto Dur কত দূর

Tahsan Rahman Khanhuatong
noemieserfatyhuatong
เนื้อเพลง
บันทึก
ঐ দূরের আকাশ আজ রঙিন হল

বদলে যাওয়ার নিয়মে

তাই বদলে গেছে

সব ইচ্ছে গুলো সঙ্গী করে তোমাকে

দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি

উড়তে থাকা মিছিলে

আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে

বন্দী তোমার মায়াতে

কত দূর...কত পথ একা একা ছুটে যাওয়া

দিন শেষে পথের বাঁকে

অবাক হয়ে খুঁজে পাওয়া…তোমাকে

...

ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া

চোখ মেলে তাকিয়ে

ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা

তোমায় জুড়ে হারিয়ে

কত দূর...কত পথ একা একা ছুটে যাওয়া

দিন শেষে পথের বাঁকে

অবাক হয়ে খুঁজে পাওয়া…তোমাকে

...

অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া

আধার কোথায় পালিয়ে

মনের গহীন দ্বারে সময় করা নাড়ে

আছো তুমি পাশে দাড়িয়ে

কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া

দিন শেষে পথের বাঁকে

অবাক হয়ে খুঁজে পাওয়া...তোমাকে

เพิ่มเติมจาก Tahsan Rahman Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ