menu-iconlogo
huatong
huatong
avatar

Shono Mohajon(শোনো মহাজন) by SHUNNO

TajWarhuatong
TazWar😎huatong
เนื้อเพลง
บันทึก
আমার চোখে তুমি দেখো,

আমি তো দেখিনা

আমার কাঁধে দখল নিয়েও,

শান্তি হলোনা,

আমার হাতে তুমি ভাঙ্গো,

গড়ে ছিলাম যা

আমার কথায় তুমি বলো,

ক্যামনে হলো তা.!

আমার বিচার তুমি করো,

তোমার বিচার করবে কে?

কবে তোমার দখল থেকে,

মুক্তি আমায় দেবে,

শোনো মহাজন,

আমি নয়তো একজন

শোনো মহাজন,

আমরা অনেকজন.!!

শোনো মহাজন,

আমি নয়তো একজন

শোনো মহাজন,

আমরা অনেক জন.।।

তোমার খেলা দেখি বলে,

দেখবো কি আ-জীবন

আমার খেলা শুরু হলে,

রুখবে না কেউ তখন,

অনেক হলো বানর নাচন,

এবার একটু শান্ত হও

কিসের আমার ভালো-মন্দ,

আমাকেই বুঝতে দাও.!

আমার বিচার তুমি করো,

তোমার বিচার করবে কে?

কবে তোমার দখল থেকে,

মুক্তি আমায় দেবে,

শোনো মহাজন,

আমি নয়তো একজন

শোনো মহাজন,

আমরা অনেক জন.!!

শোনো মহাজন,

আমি নয়তো একজন

শোনো মহাজন,

আমরা অনেকজন.!!

เพิ่มเติมจาก TajWar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Shono Mohajon(শোনো মহাজন) by SHUNNO โดย TajWar – เนื้อเพลง & คัฟเวอร์