menu-iconlogo
logo

hey govindo rakho charone

logo
avatar
Tamalikalogo
🇮🇳SUSHAN🎤GanMela🎷logo
ร้องในแอป
เนื้อเพลง
হে গোবিন্দ রাখ চরণে

anup jhalota

************

হে গোবিন্দ রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

মোরা তব চরণের শরনাগত

তব চরণের শরনাগত

আশ্রয় দাও আশ্রিতজনে

হে গোবিন্দ রাখ চরণে

************

গঙ্গা ঝরে যে

শ্রীচরণ বেয়ে

কেন দু:খ পাই সে চরণ চেয়ে

গঙ্গা ঝরে যে

শ্রীচরণ বেয়ে

কেন দু:খ পাই সে চরণ চেয়ে

এ তৃতাপ জ্বালা হর হে শ্রীহরি

চাহ করুণা সিক্ত নয়নে

রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

************

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়

তোমার দুয়ারে হাত পাতিল যে

ফিরাবে কি

ফিরাবে কি তুমি তাই

ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়

তোমার দুয়ারে হাত পাতিল যে

ফিরাবে কি

ফিরাবে কি তুমি তাই

তব চরণ ধরিয়া ডুবে মরি যদি

রবে কলঙ্ক ভুবনে

রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

মোরা তব চরণের শরনাগত

তব চরণের শরনাগত

আশ্রয় দাও

আশ্রিতজনে

হে গোবিন্দ রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে

hey govindo rakho charone โดย Tamalika – เนื้อเพลง & คัฟเวอร์