menu-iconlogo
huatong
huatong
avatar

জ্বলতে হলে জ্বলবো পুড়তে হলে পুড়বো(Jolte Hole Jolbo)

Tapan Chowdhury/Sabina Yasminhuatong
tanvikumari_star0000huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ জ্বলতে হলে জ্বলবো

পুড়তে হলে পুড়বো

মরতে হলে ওযে বাঁধা নাই..

হো ও..ও...

তোমাকে শুধুই আমি চাই..

হো ও...ও...

তোমাকে শুধুই আমি চাই..

ছেলেঃ জ্বলতে হলে জ্বলবো

পুড়তে হলে পুড়বো

মরতে হলে ওযে বাধা নাই...

হো ও..ও...

তোমাকে শুধুই আমি চাই...

হো ও...ও..

তোমাকে শুধুই আমি চাই...

মেয়েঃ সাগরে মিশে.. নদী

আর ফিরেনা....

তবু তার সাধ মরেনা..

না..গো...

তবু তার সাধ মরেনা...

ছেলেঃ আগুনে পতঙ্গো,প্রাণে বাঁচেনা..

তবুও সে দূরে সরেনা..

না..গো...

তবুও সে দূরে সরেনা...

মেয়েঃ ভালবেসে সকলেই সুখী হতে চায়..

এ চাওয়ায় সুখ আছে তাই...

হো ও....ও....

ছেলেঃ তোমাকে শুধুই আমি চাই..

মেয়েঃ হো ও...ও....

তোমাকে শুধুই আমি চাই...

ছেলেঃ প্রেম না হলে মনে

চাঁদ ওঠে না..

একটিও ফুল ফোটে না...

না...গো...

একটিও ফুল ফোটে না...

মেয়েঃ এতো কাছে আছো তবু

কেন জানিনা....

দেখে দেখে আশা মিটেনা..

না...গো...

দেখে দেখে আশা মিটেনা...

ছেলেঃ একটি জনম নয়

হাজারো জনমে...

তোমাকে যেন কাছে পাই...

হো ও..ও...

মেয়েঃ তোমাকে শুধুই আমি চাই...

ছেলেঃ ও....ও...

তোমাকে শুধুই আমি চাই...

মেয়েঃ জ্বলতে হলে জ্বলবো

পুড়তে হলে পুড়বো

মরতে হলে ওযে বাধা নাই...

হো ও..ও...

তোমাকে শুধুই আমি চাই..

হো ও..ও...

তোমাকে শুধুই আমি চাই....

เพิ่มเติมจาก Tapan Chowdhury/Sabina Yasmin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ