menu-iconlogo
huatong
huatong
avatar

Aamar Gaye Joto Dukkho Shoy

Taposh/Bari Siddiquihuatong
mobunny1huatong
เนื้อเพลง
บันทึก
আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধু রে

বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে

সাক্ষী কেউ ছিলো না সে সময়, ও বন্ধু রে

সাক্ষী শুধু চন্দ্র-তারা

সাক্ষী শুধু চন্দ্র-তারা

একদিন তুমি পড়বে ধরা রে, বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয় রে, বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

পাষাণ বন্ধু রে

দুঃখ দিয়া হিয়ার ভিতর, একদিনও না লইলে খবর

এই কি তোমার প্রেমের পরিচয়, ও বন্ধু রে

মিছামিছি আশা দিয়া

মিছামিছি আশা দিয়া

কেন বা প্রেম শিখাইয়া রে, বন্ধু

দূরে থাকা উচিত কি আর হয় রে, বন্ধু?

দূরে থাকা উচিত কি আর হয়?

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়া রে, করো তোমার মনে যাহা লয়

เพิ่มเติมจาก Taposh/Bari Siddiqui

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ