জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা রাজা, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি
জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা রাজা, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি
টাকা না থাকলে একখানাও
জোটে না, ভাই, রুটি
তাই পেট বাঁচাতে সব ভুলে
দু'বেলাই আমরা খাটি
টাকা না থাকলে একখানাও
জোটে না, ভাই, রুটি
(আরে, যা!)
পেট বাঁচাতে সব ভুলে
দু'বেলাই আমরা খাটি
(বাহ, গুরু, বাহ!)
জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা রাজা, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি
বাঁচতে হলে পৃথিবীতে
চাই টাকা কোটি কোটি
না হলে জানবে নিজের জীবনকে
নিজেই করেছো মাটি
বাঁচতে হলে পৃথিবীতে
চাই টাকা কোটি কোটি
(আহ, বড়ো ঝামেলা করে তো!)
না হলে জানবে নিজের জীবনকে
নিজেই করেছো মাটি
জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা হাতি, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি
জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা রাজা, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি
জীবনটা ঠিক যেন দাবার ছক
আমরা মানুষগুলো ঘুঁটি
কেউবা রাজা, কেউবা ঘোড়া
হয়ে টাকার পেছনে ছুটি (ছুটি)