menu-iconlogo
huatong
huatong
tausifkheya--cover-image

আমার সোনা জান পাখি

Tausif/kheyahuatong
nimmerdorhuatong
เนื้อเพลง
บันทึก
যায় দিন দিন যায় কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

না, তোমারে ছাড়তে পারি

না, তোমারে ধরতে পারি

না, পারি রাখতে দিন রাত আগলে

না,পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

যা তুমি ভাবো মুখে যাই বল

তোমাকে কাছে আনবই

চোখে চোখে হৃদয়য়ের ঘরে

বন্দি তোমাকে বানাবই

তোমারো প্রানে বাঁচবে এ প্রান

তোমারো ঠোটে শুধু আমার গান ভালোবাসার

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আর কত জ্বালাবে মোমের মত করে

এক দিন নিবে যাবো আমি

চোখে চোখ রেখে দেখনা খুজে

পাবে কি ভালোবাসা এমন ই

তোমারো প্রানে বাঁচবে এ প্রান

তোমারো ঠোটে শুধু আমার গান ভালোবাসার

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

যায় দিন দিন যায় কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

না তোমারে ছাড়তে পারি

না তোমারে ধরতে পারি

না পারি রাখতে দিন রাত আগলে

না পারি জোছনা ধরে দিতে

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

เพิ่มเติมจาก Tausif/kheya

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ