menu-iconlogo
huatong
huatong
avatar

Sob Dorojay Tala

Tosiba Begumhuatong
vygantas1huatong
เนื้อเพลง
บันทึก
সব দরজায় তালা আমার, সব দরজায় তালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

আমি নাকি মানুষ ভালা না রে

আমি নাকি মানুষ ভালা না

কেমন করে বুঝাই আমার অন্তরে কী জ্বালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

ওরে, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

ভবে এসে ভাবের ঘরে যেই ঘুরালাম চোখ

চারিদিকে দেখলাম শুধু স্বার্থে ভরা লোক

ভবে এসে ভাবের ঘরে যেই ঘুরাইলাম চোখ

চারিদিকে দেখলাম শুধু স্বার্থে ভরা লোক

প্রেমের পথে কেউ হাঁটে না

প্রেমের পথে কেউ হাঁটে না

প্রেম যে নিশিবালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

ওরে, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

আপন ঘরে পাইলাম না ঠাঁই, আপন হইলো পর

আপন থেকে পর ভালো তার সবখানে যার ঘর

আপন ঘরে পাইলাম না ঠাঁই, আপন হইলো পর

আপন থেকে পর ভালো তার সবখানে যার ঘর

কারো কাছে নাই রে দাবি

কারো কাছেই নাই রে দাবি

দুঃখ গলার মালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

ওরে, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

সব দরজায় তালা আমার সব দরজায় তালা

আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

ওরে, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা

เพิ่มเติมจาก Tosiba Begum

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ