menu-iconlogo
huatong
huatong
upload-by-emon-cholei-jetam-cover-image

Cholei jetam

Upload by Emonhuatong
🌸😻ম্যাও😻🌸huatong
เนื้อเพลง
บันทึก
আমিতো চলেই যেতাম

চলেই যেতাম

তোমার জীবন থেকে।

জানিনা কিসের মায়াজালে

আবারো মোরে নিলে ডেকে,

চলেই যেতাম চলেই যেতাম

তোমার জীবন থেকে।

জানিনা কিসের মায়াজালে

আবারো মোরে নিলে ডেকে।

বহুবার ভাবছি

কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার।

একি শান্তি নাকি শাস্তি

নাকি নতুন কোন

খেলা বিধাতার।

বহু ভাবছি

কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার

আমি আসছি নিয়ে আসছি

এক বুক ব্যথা আর

কষ্টের কারাগার।

চলেই যেতাম চলেই যেতাম

তোমার জীবন থেকে।

জানিনা কিসের মায়াজালে

আবারো মোরে নিলে ডেকে।

আরে জীবন আমার

এতো কঠিন হয়ে যাবে

বুঝিনিতো আগে

সুরের গলায় অসুর বাধন

কেন জানি পড়ে গেল ভাগে।।

তাই আগুন জলা

কিছু নিঃশ্বাস নিয়ে

বিশ্বাস করি এপার ওপার।

বহুবার ভাবছি

কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার।

একি শান্তি নাকি শাস্তি

নাকি নতুন কোন

খেলা বিধাতার।

বহু ভাবছি কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার।

আমি আসছি নিয়ে আসছি

এক বুক ব্যথা আর

কষ্টের কারাগার।

চলেই যেতাম চলেই যেতাম,

তোমার জীবন থেকে।

জানিনা কিসের মায়াজালে

আবারো মোরে নিলে ডেকে।

বহুবার ভাবছি

কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার।

একি শান্তি নাকি শাস্তি

নাকি নতুন কোন

খেলা বিধাতার।

বহু ভাবছি কেন আমি ফিরছি

পাচ্ছিনা উত্তর তার।

আমি আসছি নিয়ে আসছি

এক বুক ব্যথা আর

কষ্টের কারাগার।

เพิ่มเติมจาก Upload by Emon

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ