menu-iconlogo
huatong
huatong
vikings-elomelo-cover-image

Elomelo

Vikingshuatong
pats2764huatong
เนื้อเพลง
บันทึก
শেষ বিকেলের আলোয়

পথের প্রান্তে দৃষ্টি মেলে

সব হারানো বুকে

এ শহরের এক অচেনা ছেলে

দাঁড়িয়ে আছে নিথর অবিচল ঝড়ের খোঁজে

শত আঘাতে চৌচির তাই তো সে আজ ঝড়কে বোঝে

তবুও অন্ধ হাহাকার এসে গোপনে

চোখের কোণ জমে

আরও দূর, বহুদূর, যেতে হবে আছে জানা

পিছু নেই, ফেরা নেই, পিছু ফেরা তার মানা

হতে পারতো আরও জীবন অন্য সবারই মতো

চেয়েছিল সে ছুটবে, মুঠোয় পুরবে স্বপ্ন যত

হঠাৎ ভাঙ্গে ঘোর, ধ্বংস এ প্রহর ঝড়ের মাঝে

সব হারানো বুকে অচেনা ছেলে ঝড়ের খোঁজে

স্বচ্ছ যত গভীর ক্ষত অবাক চেয়ে রয়

ভেঙ্গেচুরে যাচ্ছে পুড়ে হেরে যাবার ভয়

হারানো স্বপ্নরা বুকের গভীরে ঘুমিয়ে

স্বান্তনা দেয় কভু মাঝে মাঝে তবু

কেন বিষণ্ণতা? কেন এ শূন্যতা? কেন এ শুন্য আঁধার

আজাবার একাকার, বারেবার?

ক্লান্তির হাঁটা পথ না থামে না

কবে শেষ হবে পথ জানে না…

เพิ่มเติมจาก Vikings

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ