menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Ki J Chai

Winninghuatong
lachristalthuatong
เนื้อเพลง
บันทึก
মন কী যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেন কেন জানি না

মন কী যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেন কেন জানি না

কাছে এসে পাশে বসে কথা বলে যে

এই মন বলে সে আমায় ভালোবেসেছে

কাছে এসে পাশে বসে কথা বলে যে

এই মন বলে সে আমায় ভালোবেসেছে

চোখে চোখে চোখ রেখে কথা বলেছি

বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি

কী করে যায় সে বলা আমি আজও শিখিনি

মন কী যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেন কেন জানি না

প্রেমভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাবো তার দেখা

প্রেমভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাবো তার দেখা

কথায় আছে, "জীবনে প্রেম আসে একবার"

আমার জীবনে সে আসবে কবে আর

জীবনে প্রেম হবে কিনা, আমি তাও জানি না

মন কী যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেন কেন জানি না

মন কী যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেন কেন জানি না

เพิ่มเติมจาก Winning

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ