menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Khali Khali Tui Tui Kore

Zubeen Garg/Akriti Kakkarhuatong
ucwawium1huatong
เนื้อเพลง
บันทึก
মন খালি খালি তুই তুই করে

তুই তুই করে

তুই তুই করে

এ বুকে চরা বালি চুঁই চুঁই করে

চুঁই চুঁই করে

তুই তুই করে

এখন আর কি করার

হয়ে যা তুই ও ফেরার

প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই

দুজনে চল ডুবে ডুবে ভালবেসে যাই

প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই

দুজনে চল ডুবে ডুবে ভালবেসে যাই

একাপেয়ে কখনো ডেকেনিয়ে

তকে বলবো গল্প কথায়

দাড়িয়েছি দু হাত বাড়িয়েছি

কেনো মাঝ নদীতে যে হাই

এখন আর কি বুঝার

হয়ে যা তুই ও ফেরার

প্রেমে চলে হাবুডুবু খাই

দুজনে চল ....

দেখা যাবে যা হবার হবে

আমি ছাড়ছি না তকে আজ

লড়ে নেবো করার করে নেবো

যা যা করতে বাকি আজ

এখন আর কি বলার

হয়ে যা তুই ও ফেরার

প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই

দুজনে চল ডুবে ডুবে ভালবেসে যাই

প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই

দুজনে চল ডুবে ডুবে ভালবেসে যাই

เพิ่มเติมจาก Zubeen Garg/Akriti Kakkar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Mon Khali Khali Tui Tui Kore โดย Zubeen Garg/Akriti Kakkar – เนื้อเพลง & คัฟเวอร์