menu-iconlogo
huatong
huatong
avatar

আজ এক নাম না জানা কোনো পাখি

অরিজিৎ সিং/শ্রেয়া ঘোশালhuatong
sandra_star14huatong
Şarkı Sözleri
Kayıtlar
হুম.....হুম.....হুমম

হুম.....হুম.....হুমম

আজ এক নাম না জানা কোনো পাখি

ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো

আজ এলো কোন অজানা বিকেল

গান দিলো গোধূলী এক মুঠো

তুমি যাবে কি ? বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ

তুমি পাবে কি ? পা পাবে কি ?

সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

MUSIC

আজ এক নাম না জানা কোনো হাওয়া

চোঁখ বুজে ভাবছে বেয়াদব ধুলো

টুপটাপ বৃষ্টি ফোঁটা গেলো থেমে

ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো

তুমি যাবে কি ? বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ

তুমি পাবে কি ? পা পাবে কি ?

সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

হুম.....হুম.....হুমম

হুম.....হুম.....হুমম

️...সমাপ্ত... ️

অরিজিৎ সিং/শ্রেয়া ঘোশাল'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin