menu-iconlogo
huatong
huatong
avatar

o meye ki amar bondhu hobe

আইয়ুব বাচ্চুhuatong
Kazi-Hasan-Imamhuatong
Şarkı Sözleri
Kayıtlar
খোলা জানালায় প্রতিটি বিকেলে

মেয়েটি দেখি আমি থাকে দাড়িয়ে

দারুন চোখ তার একটু তাকালে

উদাসী হয়ে যেন যাই হারিয়ে

কেন তাকে আমার এত লাগে ভাল

পারছিনা শুধু জানাতে

ও মেয়ে কি আমার বন্ধু হবে

ও মেয়ে কি আমায় ভালবাসবে

আমার দিকে সে যখন তাকায়

বুকেতে যেন বিদ্যুৎ চমকায়

আলোকিত এই মন তোমাকেই

প্রয়োজন জানিনা বলব কবে

অচেনা মেয়েটির নাম জানিনা

কখনো হয়নি জানা শুনা

অনুভূতি গীতিময়

আশা মনে জেগে রয়

পরিচয় হবে উৎসবে

ও মেয়ে কি আমার বন্ধু হবে

ও মেয়ে কি আমায় ভালবাসবে

? ?

আইয়ুব বাচ্চু'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

আইয়ুব বাচ্চু, o meye ki amar bondhu hobe - Sözleri ve Coverları