menu-iconlogo
huatong
huatong
-mon-niye-khela-cover-image

Mon Niye Khela

আকাশ খানhuatong
suedetent57huatong
Şarkı Sözleri
Kayıtlar
১...২...৩

তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা হলে

আমার কেনো দামী

আকাশ খান

হো..তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা হলে

কেনো দামী

অন্তরে তোর নাইরে মায়া ভুলে

গেছিস কে তোর ছায়া

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

এবং স্মুলে গ্যারান্টি সহ ভি.আই.পি করা হয়

আকাশ খান

১...২...৩

জলের মতো পাত্রের আঁকার

ধরতে জানিস খুব

হৃদয় ভেঙ্গে কেমন করে

থাকতে পারিস চুপ

১...২...৩

ও..জলের মতো পাত্রের আঁকার

দরতে জানিস খুব

হৃদয় ভেঙ্গে কেমন করে

থাকতে পারিস চুপ

মন নিয়ে তুই খেলা খেলে

সাজলি স্বার্থ কামি

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

আকাশ খান

গানটি কেউ কপি করবেন

কারাওকে

১...২...৩

ভেতরে আর বাহিরে

তোর ভিন্ন ভিন্ন রূপ

ছদ্ম বেশে ভালোর মাঝে

দিতে জানিস ডুব

বি.ডি কারাওকে

ও..ভেতরে আর বাহিরে

তোর ভিন্ন ভিন্ন রূপ

ছদ্ম বেশে ভালোর মাঝে

দিতে জানিস ডুব

একটা জীবন ধংশ করে

হসনে অনুগামী

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা

হলে কেনো দামী

অন্তরে তোর নাইরে মায়া

ভুলে গেছিস কে তোর ছায়া

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

আকাশ খান'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin