menu-iconlogo
huatong
huatong
avatar

Chokheri Jole Lekha

আসিফhuatong
rs69022huatong
Şarkı Sözleri
Kayıtlar
গানওয়ালা স্মুল কমিউনিটি

গানকে ভালোবেসে আমাদের পথচলা

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে

যেদিন চোখের এ জল শুকিয়ে যাবে

মনে রেখো সেদিন আমার মরন হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে

ভুলে যদি যাও তুমি এই আমাকে..

পারবেনা ভুলে যেতে স্মৃতি গুলোকে।।।

হহহ.. ভুলে যদি যাও তুমি এই আমাকে

পারবেনা ভুলে যেতে স্মৃতি গুলোকে

সব কিছু এখানেই জানি পরে রবে

ধুকে ধুকে জীবন টাকে

পাড়ি দিতে হবে

চোখেরই জলে লেখা

কত যে কবিতা

ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে

আসিফ'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

আসিফ, Chokheri Jole Lekha - Sözleri ve Coverları