menu-iconlogo
huatong
huatong
avatar

ও সোনার কন্যারে কি করিলা আমারে

ইমন শাহরিয়াhuatong
𝄞⑅⃝𝕰𝕸𝕺𝕹-⑅⃝𝄞𝕶.𝕾.𝕬huatong
Şarkı Sözleri
Kayıtlar
==================

[E]

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

মনে আমার নাইরে সুখ

চোঁখে ভাসে তোমার মুখ

মনে আমার নাইরে সুখ

চোঁখে ভাসে তোমার মুখ

তোমার প্রেমে হইলাম দিবানা...

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

[E]

কাজল কালো চোখে তোমার,

জানিনা কি আছে

ভালোবাসার মায়া দিয়া,

আমায় টানে কাছে

=============

কাজল কালো চোখে তোমার,

জানিনা কি আছে

ভালোবাসার মায়া দিয়া,

আমায় টানে কাছে

দিবানিশি আমার মন,

তোমার লাগি উজাতন

দিবানিশি আমার মন,

তোমার লাগি উজাতন

তোমার প্রেমে হইলাম দিবানা....

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

[R]

? ?

আলতা রাঙা পায়ে কন্যা

যখন হাইটা চলো

বুকের ভিতর উঠে তুফান

হায়রে কি যে হলো

=================

আলতা রাঙা পায়ে কন্যা

যখন হাইটা চলো

বুকের ভিতর উঠে তুফান

হায়রে কি যে হলো

ঘুম আসেনা জাইগা রই

কন্যা তুমি রইলা কই

ঘুম আসেনা জাইগা রই

কন্যা তুমি রইলা কই

তোমার প্রেমে হইলাম দিবানা...

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

মনে আমার নাইরে সুখ

চোঁখে ভাসে তোমার মুখ

মনে আমার নাইরে সুখ

চোঁখে ভাসে তোমার মুখ

তোমার প্রেমে হইলাম দিবানা...

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

ও সোনার কন্যারে কি করিলা আমারে

তোমায় ছাড়া ভালো লাগেনা

প্লিজ গান শেষে একটি লাইক দিবেন

ধন্যবাদ সবাইকে

ইমন শাহরিয়া'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin